ডেক কর্মী প্রশিক্ষণ কেন্দ্র নামে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে চর হাউজ নামক স্থানে ১৯৭০ খ্রিঃ এ প্রতষ্ঠিানটি যাত্রা শুরু  করে । ১৯৭৬ খ্রিঃ শীতলক্ষ্যা নদীর তীরে সোনাকান্দা নামক স্থানে কর্তৃপক্ষ ৪(চার) একর জমির উপর ভবন নির্মাণ করে প্রশিক্ষণ কেন্দ্র স্থানান্তর করা হয় । পরর্বতীতে ২৬/০৭/২০০৩ খ্রিঃ ডেক কর্মীর পাশাপাশি ইঞ্জিন কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচী শুরু হওয়ায় কেন্দ্রের নাম “ডেক ও ইঞ্জিন র্কমী প্রশিক্ষণ কেন্দ্র” করা হয় ।


কেন্দ্রটি ILO এর তত্ত্বাবধানে বৃটিশ ও ড্যানিশ বিেশষজ্ঞদের দ্বারা ১৯৭০ খ্রিঃ থেকে ১৯৭৬ খ্রিঃ পর্যন্ত পরিচালিত হয় । অতঃপর এর দায়িত্বভার বিআইডব্লিউটিএ  গ্রহন করে ।